ঢাকায় গ্রেফতার বরিশাল-৫ এর সাবেক এমপি জেবুননেসা আফরোজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ০৪:১৪ অপরাহ্ন

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।

জেবুননেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের আমলে ১০ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। এই আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের স্ত্রী তিনি। হিরন এক সময় বরিশাল শহরের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ৯ এপ্রিল হিরনের মৃত্যু হলে বরিশাল-৫ আসনটি শূন্য হয়ে পড়ে। এরপর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে জেবুননেসা জয়ী হন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

তাকে গ্রেফতারের কারণ ও মামলার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework