ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ০১:৩৮ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি টেলিফোন আলোচনা করেছেন, যাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ফোনালাপের সময় সুলিভান অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। ড. ইউনূস ৮ আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুলিভান অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত উদ্যোগের জন্য প্রশংসা করেন। এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করায় তাকে ধন্যবাদ জানান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেন।

তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের উদার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে বাংলাদেশের উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যাগুলি কাটিয়ে উঠতে।

সুলিভান ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন।

অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে এই চ্যালেঞ্জিং সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনকে অত্যন্ত মূল্যবান মনে করেন। তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, আগামী জানুয়ারির মধ্যে ছয়টি প্রধান সংস্কার কমিশনের রিপোর্ট আশা করা হচ্ছে। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework