গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপ’ শীর্ষক সভায় আইন উপদেষ্টার বক্তব্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০১:৪২ অপরাহ্ন

জাতীয় ঐক্যমতের ওপর ভিত্তি করে যেসব সংস্কার কার্যকর করার পরিকল্পনা রয়েছে, সেগুলোতে মৌখিক অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশন। এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সকালে রাজধানীর সিরডাপ সেন্টারে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ’ শীর্ষক একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, যদি জাতীয় ঐক্যমত দৃঢ় থাকে, তাহলে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও এই সংস্কারগুলো পরিবর্তন করার সুযোগ থাকবে না। তিনি বলেন, বিচার বিভাগের কাজ একটি চলমান প্রক্রিয়া। তবে পূর্বে বিচার বিভাগ অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ক্ষমতা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি।

আলোচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করেন, আদালত অবমাননার নামে প্রধান বিচারপতি বিচারকদের হয়রানি করতেন। এছাড়া সুপ্রিম কোর্টে বিচারকদের সিন্ডিকেট থাকার কারণে মামলার ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় বক্তারা বিচার বিভাগীয় সংস্কারের প্রয়োজনীয়তা ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework