এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন ও দুই ব্যক্তিগত কর্মকর্তা দুদকে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ২১, ১২:৫১ অপরাহ্ন

তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির (জাতীয় কাগজ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২১ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন অভিযুক্ত তিনজন। এরপর সংস্থার পৃথক অনুসন্ধানকারী কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।

গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এনসিটিবির (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) কাগজ সরবরাহে প্রায় ৪০০ কোটি টাকার কমিশন গ্রহণ করেছেন। পাশাপাশি ডিসি নিয়োগে তদবির ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ, তারা তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। যদিও গতকাল মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের কথা ছিল, তবে তারা একদিন পর আজ দুদকে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework