আশুলিয়ায় ৬ ছাত্র হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল মুকুল কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে, আগামী ২৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সকালে প্রসিকিউশন পুলিশ কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায়। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় ইতোমধ্যে এসআই মালেক নামে আরেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাকে শিগগিরই ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মুকুলকে নবাবগঞ্জ থেকে এবং এসআই মালেককে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এর আগে, এ মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ ৪ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

এই নৃশংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রসিকিউশন নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছে। মামলার বিচারকাজ আগামী শুনানিতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework