'আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা': ড. ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১৯, ০৪:০২ অপরাহ্ন

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সেরা—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় "এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস" (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারী প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে। এই নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এএনএফআরইএল প্রতিনিধিরা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের এ সংলাপ গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে তাঁদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, তারা বাংলাদেশের স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework