অধ্যাপক ইউনূস থাকছেন, পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ২৪, ০৪:১৪ অপরাহ্ন

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি উপদেষ্টা পরিষদের সঙ্গেই থাকছেন এবং দায়িত্ব পালন করে যাবেন।

শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে হঠাৎ ডাকা হয় উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক। এতে উপস্থিত ছিলেন ১৯ জন উপদেষ্টা। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ড. মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা কখনও পদত্যাগের কথা বলেননি। তিনি আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন। আমাদের সবাইকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা ফেলে দিতে পারি না।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের কাজ করে যাচ্ছি। তবে এর মাঝে কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যেগুলো আমরা সনাক্ত করেছি। এখন আমাদের দায়িত্ব এসব সমস্যা সমাধান করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।”

উল্লেখ্য, গত সপ্তাহের শেষদিকে গুঞ্জন ওঠে অধ্যাপক ইউনূস নাকি পদত্যাগ করতে যাচ্ছেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় ইউনূসের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ ভাবনার বিষয়টি জানতে পারেন। এরপর থেকেই এই ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework