‘অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান’

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ অক্টোবর ২৪, ০৫:২০ অপরাহ্ন

মানবাধিকার সংগঠন International Coexistence Organisation [ICO] এর উদ্যোগে ২৫ টি সামাজিক সংগঠনের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মহাসচিব এসএম আজিজ এর সভাপতিত্বে ও শরীফ হোছাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশে অতিরিক্ত আইজি শাহাব উদ্দীন কোরেশী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ নুরুল আলম নিজামী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃমোরশেদ হোসাইন।

উক্ত সভায় বক্তারা মানব সেবা মহৎ গুন’ মানব সেবায় এগিয়ে আসুন এই স্লোগানকে সামনে রেখে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে দেশের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসার আহবান জানান। 

বক্তারা আরো বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। সামাজিক সংগঠনগুলো দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। দরিদ্র মানুষের উন্নয়নের মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন চোখে পড়ে। 

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আজিম উদ্দিন,অর্পন কুমার ধর,আবছার উদ্দিন চৌধুরী, ডাঃ ইমতিয়াজ, সাদ্দাম হোসেন, সেগুপ্তা হাসান, ইমরানুল ইসলাম, তানভীর হোসেন মজুমদার, অংসাহ্লা মারমা সিংরাংসহ প্রমুখ।
 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework