৫৭ বছরে পদার্পণ করেছে হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০২, ০১:৩১ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে আগামী ৪ জানুয়ারি শনিবার দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উপলক্ষে গতকাল বুধবার বিকালে স্কুলের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি। এ সময় অনুষ্ঠান বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ মো. নুরুল আনোয়ার, সাবেক চেয়ারম্যান। তিনি বলেন, ১৯৬৮ সালে একদল স্বপ্নবাজ শিক্ষানুরাগী ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে আজ বিদ্যালয় ৫৭ বছরে পদার্পণ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আবছার, মো. ফিরোজুল আলম, যুগ্ম সদস্য সচিব মো. সালামত, মো. খোরশেদ আলম, মো. ফারুক হোসেন, মো. সালাহ উদ্দিন, মো. ইকবাল হোসেন, সদস্য সোহেল রানা রাজুসহ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework