২৫ দিনে সাড়ে বার'শ স্কিম চালু

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ০৬:০৩ অপরাহ্ন

চন্দনাইশে চলতি মাসে জাতীয় পেনশন স্কিম সফলতার সহিত এগিয়ে চলছে

বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ জাতীয় পেনশন স্কিম তথা প্রত্যেক নাগরিকের জন্য পেনশন স্কিম চালু কার্যক্রম চন্দনাইশে সফলতার সহিত এগিয়ে চলছে।

চলতি মাসের শুরু থেকে গত ২৫ এপ্রিল পর্যন্ত চন্দনাইশে ১ হাজার ২শত ৪৩ জন নাগরিক তাদের পেনশন স্কিম গ্রহণ করেছেন।

এই পেনশন স্কিমের ফলে প্রত্যেক নাগরিক১০ বছর পর থেকে তারা মাসিক চাঁদা হারে আমৃত্যু পেনশন পাবেন। মারা গেলে নমিনী পাবেন ১৫ বছর পেনশন  তাছাড়া, পেনশন স্কিম চালু হওয়ার ২ বছর থেকে জমাকৃত টাকার ৫০ শতাংশ ঋণ সুবিধা পাবেন। ১৮-৫০ বছর বয়সী যে কোন নাগরিক পেনশন স্কিমের আওতায় আসতে পারবে। জাতীয় পেনশন স্কিম সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম  ২৩ এপ্রিল থেকে উপজেলা অডিটোরিয়ামে পেনশন স্কিম চালু করেছেন।

পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি)'র কাযার্লয় ও প্রতিটি পৌরসভা, ইউনিয়নে, সার্ভিস পয়েন্ট অব ইস্ট জোয়ারা উপজেলা পোস্ট অফিস, সোনালী ব্যাংকে  পৃথক পৃথক বুথ চালু করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework