২৪টিভিতে নিউজ প্রকাশের পর পদুয়া নাওঘাটার সেই বালু জব্দ: নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ২৯, ০২:৩৪ অপরাহ্ন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া নাওঘাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের নিউজটি কয়েকটি স্থানীয় পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় প্রকাশের পর অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে বালু গুলো জব্দ করেন উপজেলা প্রশাসন। এরপর নিলামে বিক্রি করে দেওয়া হয়। গতকাল সোমবার (২৮ জুন) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। এরপর (২৯জুন) সকালে উপজেলা কর্মকর্তার রুম থেকে বালু গুলো ৬৫ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের মেশিন সরিয়ে ফেলা হয়েছে। তাই মেশিন জব্দ করা যায়নি। ওই সময় আনুমানিক ১৬ হাজার ১শ ৩৬ ঘনফুট উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু মঙ্গলবার (২৯ জুন) সকালে নিলামে বিক্রি করা হয়েছে। তিনি আরও জানান, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। https://fb.watch/6qBatfHfgY/

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework