১০০ জন দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাপ্তাই ব্যাটালিয়ন

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ২৬, ০৫:১৯ অপরাহ্ন

পবিত্র রমজান উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর পক্ষ হতে ১০০ জন  দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য  সামগ্রী বিতরণ  করা হয়েছে। 

এইসময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল এবং  ১ প্যাকেট সেমাই তুলে দেওয়া হয়। 

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় কাপ্তাই প্যানেরোমা জুম রেস্তোরাঁর সাংস্কৃতিক মঞ্চ চত্বরে   ব্যাটালিয়ন  অধিনায়ক লে: কর্নেল আমীর হোসেন মোল্লা দরিদ্রদের মাঝে এই ইফতার এবং খাদ্য  সামগ্রী তুলে দেন। 

এসময় তিনি বলেন, বিজিবি সবসময় দরিদ্র জনগণ সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। 

বিতরণকালে ব্যাটালিয়ন এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework