হাটহাজারীতে মুক্তিযোদ্ধার উপর হামলায় আসামী তাজুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৪:১৮ অপরাহ্ন

হাটহাজারীতে মুক্তিযোদ্ধার উপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী তাজুল ইসলাম (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত তাজুল ইসলাম উপজেলার পশ্চিম ধলই ১নং ওয়ার্ডের আজিম গোমস্তার বাড়ির মৃত তোফায়েল আহমেদের পুত্র।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, তাজুল ইসলাম উপজেলার ধলই ইউনিয়নের একই এলাকার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ ও তার পরিবারের উপর হামলা করে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তাজুল ইসলাম আরও একটি হামলার ঘটনায় তহিদুল আলম নামের ব্যবসায়ীকে লক্ষ্য করে আক্রমণ করেন। সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার রাত ১০টার দিকে জানান, মডেল থানার উপ-পরিদর্শক ফারুক একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন, তবে তার নাম পরিচয় এবং বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তথ্য সংগ্রহ করে দ্রুত জানানো হবে বলেও তিনি জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework