হাটহাজারীতে নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগ জন্মদাতার পিতার বিরুদ্ধে

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ১২:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ কন্যাকে অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। বুধবার (১২ মার্চ) রাতে বড়দিঘিরপাড়স্থ একটি কলোনিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।


জানা গেছে, অভিযুক্ত ট্রাক হেলপার জয়নাল আবেদীন প্রায় সময় ১০ বছর বয়সী নিজের শিশুটিকে ধর্ষন করত। মাকে বললেও লোকলজ্জার ভয়ে কাউকে জানাতেন না। মেয়ের অভিযোগ পেয়ে স্বামীর সাথে বিবাদে জড়াতেন। ঘটনারদিন মায়ের অনুপস্থিতে ফের একই ঘটনা ঘটলে ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাওসার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের স্বাক্ষ্য অনুযায়ী যৌন নিপীড়ন করা হয়েছিল। বুধবার দিবাগত রাতে মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে গত (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework