হাটহাজারীতে "জাসাস"-এর কর্মীসভায় ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৪:৩০ অপরাহ্ন

গত ১৫ বছর যারা স্বৈরাচার দোসরদের সহযোগী ছিল, যারা মামলা হামলার ভয়ে ঘরে পা গুটিয়ে বসেছিল, তারা এখন রাস্তায় নেমেছে। স্বৈরাচারের ধূসর, জাতীয় পার্টির দালাল, চোর, ডাকাত দিয়ে দল ভারি করার চেষ্টা করছে। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। মানুষ জানে, দুঃসময়ে কারা বিএনপির প্রকৃত সৈনিক ছিল। কোন দালাল, চোর, ডাকাত কখনো বিএনপির বা জিয়ার সৈনিক হতে পারে না। আমরা কোন চোর ডাকাত দিয়ে দল ভারি করতে চাই না। দুঃসময়ে যারা মাঠে ছিলাম, তারাই প্রকৃত সৈনিক। বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা "জাসাস" হাটহাজারী উপজেলা ও পৌরসভার কর্মীসভা এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় কমিটি চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি আরো বলেন, দেশীয় সংস্কৃতি রক্ষায় "জাসাস" অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্কৃতি মানে শুধুই গান বাজনা নয়, সংস্কৃতির মাধ্যমে একটি জাতিসত্তার পরিচয় প্রতিফলিত হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলাধীন একটি বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্যাহ সঞ্চালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সাইন্সের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, মামুনুর রশিদ শিপন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ দীপ্ত কমল, সঙ্গীতশিল্পী এহতেশাম সিদ্দিকী জুয়েল, মুকুল আনোয়ার, শাহাদাত খন্দকার, অ্যাডভোকেট মোঃ জুয়েল, খোরশেদ আলম, হেলাল খান, জসীমউদ্দীন তালুকদার, এডভোকেট তারেক হোসেন, শাহাদাত হোসেন, আনোয়ার হোসেন।

এসময় জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ জাসাস এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework