হাটহাজারীতে চেয়ারম্যান লাভু হত্যাসহ দুই মামলায় গ্রেফতার

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১০, ০৪:৫৮ অপরাহ্ন

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০)–কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ভোররাতে পৌর সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নুরুল আহসান লাভু হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে অভিযান চালিয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলা এবং আরও একটি মামলায় তাকে গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক জানান, গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework