হাটহাজারীতে ইটভাটায় অভিযান: দুই লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ৩১, ১২:৪৪ অপরাহ্ন

হাটহাজারীতে ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তিনটি ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন জানান, মাটি কাটার অনুমতি ও লাইসেন্স না থাকায় "ইটভাটা প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩" এর ১৫ ধারায় ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা, জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা, এবং এমবি ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework