হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধাসহ চার পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫/৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৪:১৩ অপরাহ্ন

হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ চার পরিবারের চারটি ঘর এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাত ১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ রহমত উল্লাহ মেম্বার বাড়িতে রান্নাঘরের চুলা থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়লে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলাম নামের চার ভাইয়ের ৪ কক্ষবিশিষ্ট চারটি কাঁচা রান্নাঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরের টিভি, ফ্রিজ, খাটসহ অন্যান্য আসবাবপত্রও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৫ থেকে ৬ লক্ষ টাকা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিভেন এর নেতৃত্বে দুটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সবার সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বেলা ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার ব্যবস্থা করা হবে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework