সুফি বদিউদ্দীন ফকিরের ৩৩তম বার্ষিক ওরশ শরীফ পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৪:৫৪ অপরাহ্ন

পূর্বগুজরা হামজারপাড়াস্থ প্রখ্যাত অলিয়ে কামেল আধ্যাত্মিক সুফি সাধক আলহাজ্ব বদিউদ্দীন ফকির (রাঃ) এর ৩৩তম বার্ষিক ওরশ শরীফ বিভিন্ন কর্মসূচির ও যথাযোগ্য মর্যাদায় গত ২০ ডিসেম্বর শুক্রবার ৩৩তম ওরশ উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিন ব্যাপী দরবারে বদিদীয়া শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদে যোহর হতে খতমে কোরআন, বাদে আসর হতে মাজার জিয়ারত ও মাজারে বিভিন্ন সামাজিক ও অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলী প্রদানের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। বাদে মাগরিব হতে মিলাদ ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন ওরশ শরীফ উদযাপন পরিষদের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন হামজারপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা সৈয়দ সিহাব উদ্দীন সুলতানী। বিশেষ আলোচক ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার সিনিয়র মুদারিস মৌলানা জাফর আহমেদ মালিকী, বদু মুন্সিপাড়া মুনিরিয়া দারুসুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দীন আল কাদেরী, চট্টগ্রাম বোয়ালখালীস্থ বশির আহমেদ জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা আবদুল্লাহ আল নোমান আল কাদেরী। গাউছিয়া কমিটি বাংলাদেশ পূর্বগুজরা ইউনিয়ন শাখার দাওয়াতে খায়ের সম্পাদক হাফেজ মৌলানা হাসান ইমাম কাদেরী, মৌলানা ইসহাক, আলহাজ্ব হাফেজ মোঃ শহিদ, মৌলানা মাহবুল আলম। বক্তারা বলেন, সুফি বদিউদ্দীন ফকির (রাঃ) একজন আধ্যাত্মিক সুফি সাধক ও শরীয়ত, তরীকতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বর্তমান সময়ের (শরীয়ত ভিত্তিক ওরশ পরিচালনা করা প্রত্যেক সুন্নি আক্বিদা বিশ্বাসীদের উক্ত ওরশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সমাজে প্রতিফলিত হলে প্রতিষ্ঠা হবে একটি শরীয়ত ভিত্তিক সমাজ। তাহার কর্মময় জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের একান্ত প্রয়োজন। তিনি একজন ব্যক্তি বা সুফি সাধক নয়, তিনি একজন শরীয়ত ও তরীকতের উজ্জ্বল মডেল। মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৩৩তম ওরশ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী জাগির হোসেন মাস্টার, ছৈয়দ কালাম, আবুল কালাম, মোহাম্মদ ইউছুপ, হাজী মোহাম্মদ মাহবুল আলম, প্রবাসী নেছার আহমেদ, নুরুল আমিন, এ.কে.এম হাজী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সরোয়ার হোসেন, আবদুল করিম, প্রবাসী মাহবুল আলম, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানা, সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক সোহেল রানা, এ.কে.এম শাহাজাহান ইসলাম, প্রবাসী মোহাম্মদ মঈউদ্দিন, নাজিম উদ্দীন, আহম্মদ হোসেন, মোহাম্মদ আবু ফয়েজ, মোঃ ফয়সাল মুরাদ কাশেম, প্রবাসী মোহাম্মদ জাবেদ, এনামুল হক, মোহাম্মদ ইলিয়াছ টিটু, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সরোয়ার আলম। উক্ত ওরশ শরীফের ২য় দিনে আখেরী বিশেষ মোনাজাতের পর তবরূত বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework