সীতাকুণ্ডে মাদক দ্রব্যসহ ট্রাক জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ০৩, ০৬:১৬ অপরাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন একটি ট্রাকে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৭। শনিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার। আটককৃতরা হলেন, মো. ইদ্রিস (৩০), মো. মোরশেদ। এদের মধ্যে ইদ্রিস ট্রাক চালক এবং মোরশেদ হেলপার। মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন মাদক ব্যবসায়ী একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসছেন। পরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার জোড়ামতল এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। ট্রাকটি চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা স্বীকার করেন। পরে ট্রাকে থাকা ২টি বস্তার ভিতর থেকে ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ বেশ কিছু মাদকদ্রব্য ও ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework