সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ০১:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরের সাগর উপকূলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় নিখোঁজ জেলে রাম দাসের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ ফেব্রুয়ারি সাগরে অবৈধভাবে বালু উত্তোলনকারী দল রাম দাস ও তার ভাই লিটন দাসকে মারধর করে এবং রাম দাসকে পানিতে ফেলে দেয়। লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায় তারা, তবে পরে হাতিয়া থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।

চার দিন পর শুক্রবার সকালে মুরাদপুরের সাগর উপকূলে রাম দাসের লাশ ভেসে ওঠে, যা স্থানীয়রা পুলিশকে জানায়। নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের ইন্সপেক্টর ওয়ালী উদ্দিন আকবর জানান, অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে লিটন দাসসহ ৬ জনকে আটক করা হয়েছিল এবং বড় ভাই রাম দাসের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত ছিল।

এদিকে, সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান এই ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework