সিএনজি অটোরিকশায় ঘুরে ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১৮, ০৩:০০ অপরাহ্ন
নগরের জিইসি মোড় থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি, টিপছোরা, লাঠি, রশি ও গামছা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তিন ছিনতাইকারী হলেন—  মো. রিয়াদ হোসেন (২৭), মো. সোহাগ (২৭) এবংওসমান গনি (২৫)। তিনজনই খুলশীর ঝাউতলা জাবেদ নামে এক ব্যক্তির কলোনীতে ভাড়া বাসায় থাকেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুলশী ও পাঁচলাইশ থানায় আগে থেকে মামলা রয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, সিএনজি অটোরিকশা চেপে চক্রটি নগরের বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল। আজও সিএনজির ভেতরে বসে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল তারা। বিষয়টি জানতে পরে পুলিশের একটি টিম তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় আরও দুজন ছিনতাইকারী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও খুলশী ও পাঁচলাইশ থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা আছে। আজকের ঘটনায় আরও একটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework