সন্দ্বীপে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০৯, ০৪:০৬ অপরাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপে তামজিদুল আলম ফরহাদ (৩৭) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মগধরা ইউনিয়নের পেলিশ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্দ্বীপ থানার এএসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। তামজিদুল আলম ফরহাদ মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মান্নানের পুত্র।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তামজিদুল পেলিশ্যবাজার এলাকায় অবস্থান করছে। এরপর পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মামলা নং ৬(০১)২০১৭, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৯(ক)-এর আওতায় ১ বছরের সাজা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework