সন্দ্বীপে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ১৫, ০৪:১৭ অপরাহ্ন

মাছ ধরার নৌযান ঘাটে রাখি, মাছের উৎপাদন বৃদ্ধি করি

বাংলাদেশ সামুদ্রিক বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ অনুযায়ী সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ (আটান্ন) দিন সকল প্রকার নৌযান দ্বারা যেকোনো প্রজাতির মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

আজ মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল ইসলাম।

সভায় উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, “নিষিদ্ধকালীন সময়ে সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ দণ্ডনীয় অপরাধ। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “সন্দ্বীপে ৪,৮৭২ জন নিবন্ধিত জেলের পাশাপাশি আরও অনেক জেলে রয়েছেন। সরকার নির্ধারিত ৫৮ দিনে জেলেদের জন্য মোট ৭৭ কেজি চাল বরাদ্দ দেওয়া হবে, যা দুই ধাপে প্রদান করা হবে—প্রথম ধাপে ৩০ কেজি ও দ্বিতীয় ধাপে ৩৭ কেজি।”

এছাড়াও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, প্রকল্প কর্মকর্তা আদিলুর রহমান। উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠ সন্দ্বীপ প্রতিনিধি মাহমুদুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়নের জেলে সম্প্রদায়ের সদস্যরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework