সন্দ্বীপে সমবায় সমিতির কোটি টাকার প্রতারণা, চার বছর ধরে লাপাত্তা কর্মকর্তারা

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ০১:১৬ অপরাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া বাজারে ‘আল বারাকা মাল্টিপারপাস সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান চার বছর যাবৎ গ্রাহকদের টাকা নিয়ে উদাও হয়ে গেছে। এই সমিতি গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দেয়।

এ ঘটনায় বুধবার (৭ মে) সকাল ১০টায় গুপ্তছড়া বাজারের আল বারাকা ভবনের সামনে কয়েকশো ভুক্তভোগী গ্রাহক মানববন্ধন করেন। পরে বেলা ১২টায় তারা বিক্ষোভ মিছিল করেন এবং সাড়ে ১২টার দিকে কুমিরা-গুপ্তছড়া সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। বেলা ১টায় তারা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মগধরা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সওদাগর। বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ কামাল, মগধরা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ভুক্তভোগী গ্রাহক কাজী রকিবুল আহসান, সালাউদ্দিন সওদাগর, মনির সওদাগর, নিজাম সওদাগর, আনোয়ার হোসেন, বাবুল জলদাশ, বাবু শংকর, জাহেদ, মাস্টার সোলাইমান প্রমুখ।

ভুক্তভোগীরা জানান, ২০০৮ সালে ‘আল বারাকা মাল্টিপারপাস সমবায় সমিতি’ গুপ্তছড়া বাজারে কার্যক্রম শুরু করে। ২০১১ সালে তারা সঞ্চয়ের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে এবং প্রতিষ্ঠানের নামে একটি ভবন নির্মাণ করে। পরে ভবনটি দেখিয়ে আরও বেশি অর্থ সংগ্রহ করতে থাকে। শুরুতে সঞ্চয় ও ঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করলেও পরে কর্মকর্তারা গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে আত্মগোপনে চলে যান। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, ভবনটিতে এখনও ১০-১২টি ব্যবসা প্রতিষ্ঠান চলছে এবং সেখান থেকে প্রতি মাসে ভাড়া আদায় করা হচ্ছে। অথচ প্রতারিত গ্রাহকরা বারবার জনপ্রতিনিধি ও সমবায় কর্মকর্তাদের দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না।

তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়ে ভবনটি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার এবং ভবনটি সিলগালা করার জোর দাবি জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework