সন্দ্বীপে শিশু পার্ক সম্প্রসারণের উদ্বোধন

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ১২:১৪ অপরাহ্ন

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রসারিত শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি ও আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ইকবাল হায়দারের আর্থিক সহযোগিতায় এ সম্প্রসারণ কাজ বাস্তবায়িত হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদের কম্পাউন্ডে ইউএনও’র বাসভবন সংলগ্ন শিশু পার্কের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউছুপ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল আহম্মদ সানতু ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে প্রায় এক হাজার বর্গফুট জায়গার ওপর সম্প্রসারিত এ পার্কে বিভিন্ন ধরনের খেলনা উপকরণ স্থাপন করা হয়েছে। পাশাপাশি পার্কের দেয়ালে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের নানা চিত্রও তুলে ধরা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework