সন্দ্বীপে বিদ্যুৎ বিভাগের অনিয়ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুদ মান্না, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ১৬, ০১:০৭ অপরাহ্ন

উপদেষ্টা ফয়জুল কবির খানের নির্দেশে সন্দ্বীপে বিদ্যুৎ-এর নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণ জানান, বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঠিকাদারদের সঙ্গে একমত হয়ে খুঁটি বাণিজ্য, লাইন ও বিদ্যুৎ সংযোগসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত থেকে জনগণকে হয়রানি করছে।

আজ শনিবার, ১৫ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় কবির সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমিতির সম্পাদক সালেহ নোমানসহ সন্দ্বীপ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের শত শত সাধারণ জনগণ।

প্রধান অতিথি মিজানুর রহমান মিল্টন বলেন, "আমি আপনাদের সমস্যাগুলো শুনেছি। সন্দ্বীপের প্রধান সমস্যা হলো খুঁটির অভাব। এই সমস্যা সমাধানের জন্য আমি প্রধান উপদেষ্টা ফয়জুল কবির খানের সঙ্গে কথা বলব এবং দ্রুত সমাধানের চেষ্টা করব।"

বিশেষ অতিথি তানভীর হায়দার বলেন, "আমি সন্দ্বীপের সন্তান। সন্দ্বীপের ৬০% বিদ্যুৎ-সংযোগের কাজ শেষ হয়েছে, বাকিটুকু দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব।"

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ জনগণ সভায় বক্তব্য দেন। মতবিনিময় সভায় ভুক্তভোগীরা তাদের নানা সমস্যা তুলে ধরেন। পরে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভুক্তভোগীদের শান্ত থেকে তাদের সমস্যা তুলে ধরার অনুরোধ জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework