সন্দ্বীপে জায়গা সংক্রান্ত বিরোধে খোকন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ০৬, ০৭:২০ অপরাহ্ন

গত বৃহস্পতিবার মুছাপুর ৫ নম্বর ওয়ার্ড আজমতের গৌ বাড়িতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম খোকন হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত সকলের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের কমপ্লেক্স গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খোকনের ১০ বছর বয়সী একমাত্র ছেলে ওমর হাসান নাহিদ, আবদুর রহিম, জসিম, লালন, সোহাগ, শহিদুল ইসলাম, জামাতা ইসমাইল হোসেন, সংবাদকর্মী মাহমুদুর রহমান প্রমুখ।

বক্তব্যে খোকন পরিবার জানান, নিজের বিক্রিত সম্পত্তিও ক্রেতাকে বুঝিয়ে দিতে বেসরকারি চাকরিজীবী খোকন চট্টগ্রাম থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার জায়গাটি বুঝিয়ে দেওয়ার সময় শাহেদ খান, আকলিমাসহ ৬/৭ জন গং বাধা প্রদান করে এবং খোকনকে গাছ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন। আমরা এ হত্যাকারীদের দ্রুত বিচার করে ফাঁসি দাবি করছি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework