সন্দ্বীপে ঘর ভিটা সংত্রুান্ত বিরোধ কে কেন্দ্র করে নিহত ১ আহত ২

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ০৫, ০৪:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিজের ক্রয়কৃত জায়গা উদ্ধার করতে গিয়ে স্থানীয় প্রতারক ও সন্ত্রাসী শাহেদ-আকলিমা গ্যাংয়ের শুকনো লাকড়ির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম খোকন (৪৮) নামের এক ব্যক্তি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন তার পৈতৃক সম্পত্তি জেঠাতো ভাই রিদুয়ানুল বারীর কাছে বিক্রি করে অন্যত্র চলে যান। পরবর্তীতে সম্পত্তি বুঝিয়ে দিতে গেলে দেখতে পান, সেই জায়গায় স্থানীয় প্রতারক শাহেদ ঝুপড়ি ঘর নির্মাণ করে দখল করে রেখেছে। এরপর ক্রয়কৃত ঘর-বাড়ি এলাকাবাসীর সহযোগিতায় উচ্ছেদ করতে গেলে বাধা দেয় শাহেদ ও তার সহযোগীরা। দুই পক্ষের কথাকাটাকাটির মধ্যে প্রতারক শাহেদ ও আকলিমা এসে লাকড়ি দিয়ে জায়গার প্রকৃত মালিকদের ওপর হামলা চালায়।

এতে খোকন ও তার জেঠাতো ভাইরা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত বিষয়টি থানায় জানালে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা দেন।

এসময় এলাকাবাসী প্রতারক শাহেদ ও আকলিমাকে ধরে পুলিশে সোপর্দ করে।

প্রতারক শাহেদ কখনো নিজেকে আওয়ামী লীগ কর্মী, কখনো বিএনপি কর্মী, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করত। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় সে দীর্ঘদিন ধরে তার অপকর্ম চালিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে সন্দ্বীপ থানায় জানতে চাইলে পুলিশ জানায়, লাশটির ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত খোকনের জেঠাতো ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং ১, তারিখ ০৩/০৪/২০২৫)। শাহেদ ও আকলিমাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework