শোভনদন্ডী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফরিদুল আলমের দায়িত্ব গ্রহণ

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ১৫, ১১:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন মো. ফরিদুল আলম। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (কুরাংগিরি ও লাওয়ারখীল) থেকে পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১। তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. ফরিদুল আলমকে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকারের পট পরিবর্তনের পর পটিয়ার এমপি, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়। এরপর থেকে সবাই আত্মগোপনে চলে যায়। ১৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী ছাড়া বাকী ১৭টি ইউনিয়ন পরিষদে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে এতদিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের এক অফিস আদেশে উল্লেখ করা হয়,
এতদ্বারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারাগুলি এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত ১৯ আগস্ট ২০২৪ ইং তারিখের জারিকৃত পরিপত্র মোতাবেক পটিয়া উপজেলাধীন শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ মো. ফরিদুল আলমকে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
ক্ষমতা প্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদুল আলম জানান, আমাকে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করায় আমি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং শোভনদন্ডী ইউনিয়নের সর্বস্তরের জনগণের নিকট কৃতজ্ঞতা জানাই।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান, আসলে দীর্ঘদিন চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের মানুষ জন্ম নিবন্ধন, জাতীয় সনদ, ওয়ারিশান সনদ সহ জনসেবা মূলক কাজের ব্যাঘাত ঘটছে। আমরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্কুলার মোতাবেক সকল ইউনিয়নে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হবে। শোভনদন্ডী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ মো. ফরিদুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের কাজে গতি বাড়বে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework