লোহাগাড়ায় হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ Jun ২৭, ০৯:২৩ অপরাহ্ন
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ৮নং ওয়ার্ডস্থ নাওঘাটা এলাকায় হাঙ্গর ব্রিজের সামান্য উপরিভাগে খাল থেকে মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। এতে হুমকির মুখে হাজার হাজার এলাকাবাসী ও পথচারী। রবিবার(২৭জুন) বিকেলে সরেজমিনে গেলে স্থানীয় জানে আলম সিকদার সহ অন্যরা জানান, বর্তমান মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীরের নেতৃত্ব এসব বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। তবে মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীর এব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপ করতে অসম্মতি জ্ঞাপন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু-এর সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি সাংবাদিকদের জানান, ব্যাপারটি সম্পর্কে তিনি অবগত ছিলেননা। আলাপকালে তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework