লোহাগাড়ায় জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ২৭, ০৩:২২ অপরাহ্ন
চট্টগ্রামের লোহাগাড়ায় জমি দখল নিয়ে দু'পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২০জন গুরতর আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (২৭মার্চ) সকালে লোহাগাড়া উপজেলার চুনতি ৯নং ওয়ার্ডের ফারাঙ্গা পুর্বকোল ফারা বিল এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, জায়গা দখল নিয়ে স্থানীয় মুছা এবং জানে আলমের পরিবারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। জায়গাটি জানে আলমের দখলে ছিল। মুছার পরিবার তাদের নামে বন্দবস্তি করে শনিবার সকালে বাড়ী তৈরীর কাজ শুরু করলে প্রতিপক্ষ জানে আলমের পরিবার বাঁধা দিতে আসলে এ ঘটনাটি ঘটে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সাবরিন জাহান জেসি জানান, হাসপাতালে রক্ষাক্ত অবস্থায় ১৮জন পেয়েছেন তিনি, তারমধ্যে আশঙ্কজনক অবস্থায় ১৭জনকে চট্টগ্রামের প্রেরণ করা হয়েছে। সবার হাত, মাথা এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework