রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার আয়োজন

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১৮, ০১:০৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শাখার উদ্যোগে কর্ণফুলীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ (রবিবার) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শাখার আমির মুনির আবছার চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শাখার সেক্রেটারি নুরুউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় উপজেলার ক্রসিং মেগা কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় এলাকার অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা সম্পাদক ইসমাইল হাক্কানী, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব ওসমান গনি, এনসিপি কেন্দ্রীয় সদস্য জোবায়েরুল আলম মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলু আজিম, কর্ণফুলী উপজেলার বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, কর্ণফুলী উপজেলার গণ-অধিকার পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামী নেতা মাহবুব আলী, এডভোকেট হারুন, ইলিয়াছ মেম্বার, অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়াও বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কর্ণফুলী প্রেসক্লাবের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework