রাঙ্গুনিয়া প্রেস ক্লাব ভবন সংস্কার কাজের উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১৯, ০১:২৯ অপরাহ্ন

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভবন সংস্কার কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উদ্বোধন শেষে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার।

এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ, মোহাম্মদ আলী, পান্থ নিবাস বড়ুয়া, বর্তমান সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য ইসমাইল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, আশেক এলাহি, ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকৌশলী বিভাগের হিসাব রক্ষক জসিম উদ্দিন প্রমুখ।

এসময় মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework