রাঙ্গুনিয়ায় র‍্যাবের অভিযানে স্থানীয়দের বাধা, ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হয়নি

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ১২:০০ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় স্থানীয়রা মোটরসাইকেলযোগে সড়কে ব্যারিকেড দিয়ে র‍্যাবের দুটি গাড়ি আটকে দেন এবং শত শত মানুষ অবরোধ করেন। ফলে আসামিকে কাছে পেয়েও আটক না করেই ফিরে যেতে বাধ্য হন র‍্যাব সদস্যরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে র‍্যাব-৭ এর সদস্যরা রাঙ্গুনিয়ায় অভিযান চালান। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে তারা রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন মোড় এলাকায় পৌঁছান।

খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। জনতা সড়ক অবরোধ করে র‍্যাবের গাড়ি চলাচল আটকে দেয় এবং তাদের গাড়িতে হামলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে র‍্যাব সদস্যরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার না করেই ফিরে যান।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক আলম শাহ জানান, "শত শত মানুষ সড়কে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেয়। মুহূর্তেই বিপুলসংখ্যক লোকজন সড়কে নেমে আসে, এতে র‍্যাবের দুটি গাড়ি আটকে পড়ে। সাধারণ মানুষ র‍্যাবের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে র‍্যাব আসামি ছাড়াই ফিরে গেলে জনতা অবরোধ তুলে নেয়।"

এ বিষয়ে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফফর হোসেন বলেন, "আমাদের সদস্যরা এক আসামি ধরতে গিয়েছিলেন। কিন্তু আসামিকে প্রায় ধরে ফেলার মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সদস্যরা ফিরে আসেন। আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আমরা হাল ছাড়ছি না।"

তিনি আরও জানান, এ ঘটনায় র‍্যাব সদস্য বা স্থানীয়দের কেউ ক্ষতিগ্রস্ত হননি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework