রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, জানালার গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ১৫, ১১:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মোঃ মোর্শেদ আলমের স্ত্রী।

জানা যায়, উম্মে হাবিবা প্রতিদিনের মতো শ্বশুরবাড়িতে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়েছিলেন। সকালে তার শাশুড়ি নাস্তা করার জন্য ডাকেন। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙে দেখেন হাবিবার মরদেহ ওড়না পেঁচানো অবস্থায় জানালার গ্রীলের সঙ্গে ঝুলছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework