রাঙ্গুনিয়ায় ওয়াই,এম,সি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৫ শুভ উদ্বোধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ১১:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বৃহত্তর রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম কে.কে. রফিক বিন চৌধুরীর দ্বিতীয় সন্তান ইয়ার মাহমুদ চৌধুরীর স্মরণে (YMC) স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ সেঞ্চুরি ন্যাসেন্ট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজানগর ইউনিয়নের ঘাগড়া সাতঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার ট্রফি উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.আর.এম. জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি কে.আর.এম. পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ কামাল তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, কবিরুল ইসলাম চৌধুরী, নাসির উদ্দিন, রাঙ্গুনিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি নাছিম উদ্দিন চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম ও বিএনপি নেতা মাসুদ চৌধুরী।

খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সরফুদ্দিন মাহমুদ চৌধুরী, রেজা চৌধুরীসহ সেঞ্চুরি ন্যাসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন রেজাউল করিম, কাজী মহিউদ্দিন, জসিম উদ্দিন লিটন প্রমুখ।

প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান কে.কে. রফিক বিন চৌধুরীর সাত সন্তানের মধ্যে ইয়ার মাহমুদ চৌধুরী ছিলেন দ্বিতীয়। তিনি ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার স্মরণে ‘ইয়ার মাহমুদ চৌধুরী মেমোরিয়াল’ নামে একটি সংগঠন এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework