রাউজানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ১৪, ০৭:২০ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে  ডুবে রোহান নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

১৪ মে (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মগদাই দক্ষিনকুল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত শিশু রোহান এলাকার আলা মিয়া মাতব্বর  বাড়ির সিএনজি অটোরিকশা চালক আবু তৈয়বের পুত্র।

স্থানীয় লোকজন জানান,  শিশু রোহান দুপুরে খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে এক ভাই এক বোনের মধ্যে রোহান বড় ছেলে। সে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই শাহ ছৈয়দুল হক নুরানি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল।

পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে আবু তৈয়বের পরিবারের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য জগদীশ বড়ুয়া বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে কেউ আমাকে জানায়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework