রাউজানে দুর্বৃত্তদের আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ৩০, ১২:১৭ পূর্বাহ্ন

রাউজানে একরাতে একই এলাকার পাশাপাশি দুইটি স্থানে আগুনে পুড়ল ৬টি গরু, ধানসহ ঘোয়ালঘর। উপজেলার কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সমশের পাড়া হাজী রহিম বক্সের বাড়িতে এই ঘটনা ঘটেছে। তথ্যসূত্রে জানা যায়, ২৭ নভেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় নুরুল অবিচারের ঘরের পাশে থাকা খড়ের গোদায় আগুনের ঝলক দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি। সাথে সাথে আগুন আগুন বলে চিৎকার করে উঠে। ঘরে তখন জিয়াফতের অনুষ্ঠান থাকায় স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সাহায্যে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নুরুল আবছারের ঘরের কিছুটা দূরে অবস্থিত বাদীর শেলক অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রাশেদের ঘরের পাশে থাকা খড়ের গোদায়ও আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে করে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি। এতে বাদীর স্ত্রী ফেরদৌস সহ আরো দুইজন আহত হয়েছে বলে জানান তারা।

আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা করেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি। পরেরদিন ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় নুরুল আবছার বাদী হয়ে পার্শ্ববর্তী ওহাব মিয়া সওদাগরের বাড়ির মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ কাশেম সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং উক্ত ঘটনায় সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework