মেলা সফল করতে সীতাকুণ্ড প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৮, ০৩:৩৪ অপরাহ্ন

আসন্ন শিব চতুরদশী ও দোল পূর্ণিমা মেলা ২০২৫ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, সীতাকুণ্ড উপজেলার কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, ইউসুফ নিজামী (চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য), জহুর আলম জহুর, সীতাকুণ্ড উপজেলার জামায়াতের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শিবলু, জামায়াতের নেতা আবু তাহের ও তৌহিদুল হক, স্রাইন কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চক্রবর্তী, ডাক্তার, ফায়ার সার্ভিস, মেলা কমিটির নেতৃবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা এবং আনসার বাহিনীর সদস্যরা।

উন্মুক্ত আলোচনা সভায় আইনশৃঙ্খলা বিষয়ক মতামত প্রকাশ করা হয়। সীতাকুণ্ড উপজেলার নবাগত ইউএনও ফখরুল ইসলাম বলেন, "আমি ১৬ ফেব্রুয়ারি যোগদান করেছি। আমি সবার সহযোগিতা কামনা করছি।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework