মানবাধিকার নেতা ডা. আদেশ চন্দ্র দাশের প্রয়াণে শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ০৪, ০৪:৪১ অপরাহ্ন

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার প্রতিষ্ঠাতা-সদস্য ও পৌরসভা শাখার ৫ম কার্যকরী পরিষদ (২০১৯-২০২৩)-এর নির্বাহী সদস্য ডা. আদেশ চন্দ্র দাশ ২০২৪ সালের ২০ ডিসেম্বর পরলোক গমন করেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, ডা. আদেশ চন্দ্র দাশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংস্থার অনুসৃত নীতি-আদর্শ বাস্তবায়নে অসাধারণ ভূমিকা রেখেছেন। মানবাধিকার রক্ষায় তাঁর আন্তরিক ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে মানবকল্যাণ, জনহিতকর কর্ম ও সমাজসেবায় উদ্বুদ্ধ করবে।

বিবৃতিতে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয় এবং তাঁর আত্মার সদগতি কামনা করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework