মাটিরাঙ্গায় গুলিবিদ্ধ হয়ে নিহত, আহত একজন

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ১২:১৪ অপরাহ্ন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) দলের সুবি ত্রিপুরা নামে এক সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বোন তারাবতী ত্রিপুরা নামে আরেকজন মহিলা আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর ৬টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এছাড়া ইউপিডিএফ (মূল) জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের উপর অতর্কিত হামলা চালালে সুবি ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান। তিনি এ ঘটনার জন্য সন্তু লারমার জেএসএসকে দায়ী করেছেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে ইতোমধ্যে অবগত হয়েছি। ঘটনাটি দুর্গম এলাকায় ঘটেছে। পুলিশ ইতোমধ্যে তদন্তের জন্য গেছে, তদন্তের পর আইনি প্রক্রিয়ার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework