মাইজভাণ্ডার দরবার শরীফে ৮৯তম বার্ষিক ওরশ শরীফ ৫ এপ্রিল

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১৮, ০১:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ হযরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (রহ.)-এর ৮৯তম বার্ষিক ওরশ শরীফ আগামী ৫ এপ্রিল ২০২৫ (২২ চৈত্র, শনিবার) মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে (১৭ মার্চ) সোমবার দরবার শরীফের গাউছিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সভাকক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

সভায় ওরশ শরীফের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান ও বাবাভাণ্ডারী (রহ.)-এর প্রপৌত্র শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.), গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ সুফি ডা. সৈয়দ মিসকাতুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ নজরুল হুদা মাইজভাণ্ডারী, শাহ সুফি সৈয়দ মাহতাবুল বশর মাইজভাণ্ডারী, শাহ সুফি সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, শাহ সুফি সৈয়দ গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী, সৈয়দ নুর হোসাইন মাইজভাণ্ডারী, শাহ সুফি অ্যাডভোকেট মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, সৈয়দ আসিফ নঈম উদ্দিন মাইজভাণ্ডারী, সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, সৈয়দ নাফিছুর রহমান মাইজভাণ্ডারী ও সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী প্রমুখ।

প্রশাসনের পক্ষে বক্তব্য দেন হাটহাজারী পুলিশ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম শান্ত, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ ও তৌহিদুর আলম মেম্বার।

সভায় মহান ২২ চৈত্র যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালনের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবশেষে সর্বজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework