বোয়ালখালীতে নকল মোড়কে আইসক্রিম, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ০১:১৯ অপরাহ্ন

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও মিষ্টি উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে একজনকে কারাদণ্ডও প্রদান করা হয়েছে।

বুধবার (৭ মে) পৌর সদরের পিংকো আইসবার আইসক্রিম কারখানা এবং পশ্চিম গোমদণ্ডী ফুলতলা এলাকার আলো বেকারি অ্যান্ড সুইটস কারখানায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, পিংকো আইসবার কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইসক্রিম তৈরি করে নামিদামি ব্র্যান্ডের নকল মোড়কে বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে কারখানার মালিক উত্তম চৌধুরীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিম গোমদণ্ডীর আলো বেকারি অ্যান্ড সুইটস কারখানায় অস্বাস্থ্যকরভাবে মিষ্টি উৎপাদন করায় মালিক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দুটি কারখানা থেকে জব্দকৃত আইসক্রিম ও মিষ্টির সিরা ধ্বংস করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ, পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework