বোয়ালখালীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ২

বোয়ালখালী প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ আগস্ট ২৭, ০৬:৪০ অপরাহ্ন

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ডাকাত দলের পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। 

শুক্রবার (২৭ আগস্ট) ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি চম্পা নারায়ণ সড়কের ক্রিস্টালীর পুল এলাকায় ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। 

এসময় ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ,  ২টি ছোরা, ১টি শাবল, ১টি লোহার ফ্লায়ারর্স, ১ টি লোহার রেইজ ও ২ টি পুরাতন স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি চম্পা নারায়ণ সড়কের ক্রিস্টালীর পুল এলাকায় পুরাতন একটি সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম থ-১৪-০২৮৪) নিয়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। 

ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ধরলে নোয়াখালী জেলার হাতিয়া থানার সোনাদিয়া এলাকার খবির উদ্দিনের ছেলে একাধিক ডাকাতি ও অস্ত্র  মামলার আসামী মো. শামীম (৩২) ও  কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার সোনা মিয়া হাজীর বাড়ীর মৃত নুরুজ্জামানের ছেলে নসু মিয়াকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হই।

এই ব্যাপারে থানায় অস্ত্র আইনের মামলা দায়েরের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework