বৈলতলীকে হারিয়ে কিল্লাপাড়ার দারুণ জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ১১, ০১:২৪ অপরাহ্ন

চন্দনাইশ দক্ষিণ হাশিমপুর বড় পাড়া ১ম বারের মতো শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গতকাল ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে দক্ষিণ হাশিমপুর বড় পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে বৈলতলী স্পোর্টিং ক্লাব বনাম কিল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। বৈলতলী স্পোর্টিং ক্লাব ০-২ গোলে কিল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হয়।

চন্দনাইশ উপজেলা ছাত্রদলের নেতা মো. সাকিবের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মো. আরফান উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মো. জাবেদ চৌধুরী রহিম। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি বলেন, "ক্রীড়াতে শক্তি, ক্রীড়াতে মুক্তি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট থেকে আগামীতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসবে।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework