বান্দরবানে সিক্স মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

News Desk
প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ২৫, ০৩:০৩ অপরাহ্ন

শনিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার জামছড়ি মুখপাড়া এলাকায় নিজ বাসা থেকে সেনাবাহিনী তাকে আটক করে।

জানা গেছে, শনিবার সকালে জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছে আলোচিত সিক্স মার্ডার হত্যা মামলার প্রধান আসামি আপাই মার্মা এমন সংবাদের ভিত্তিতে সেখানে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে আপাই মার্মাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপাই মার্মা বান্দরবানের রাজবিলা ইউনিয়নের জামছড়ি ইউনিয়নের বাসিন্দা সাদেচিং মার্মার ছেলে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বান্দরবানের নৃশংস ৬ জন হত্যা মামলার ১নং আসামি আপাই মার্মাকে বাঘমারা সেনাক্যাম্প কর্তৃক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আসামি আপাই মার্মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে। এ হত্যা মামলার ৪ জন আসামিকে আগে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৮ জুলাই ২০২০ তারিখে জেএসএস (সংস্কার) এর জেলার সে‌ক্রেটারি উবামং মারমা বাদী হ‌য়ে ১০ জনের নামে এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করে বান্দরবান সদর থানায় হত্যা মামলা দায়ের ক‌রেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework