বাজালিয়ায় ছাত্রলীগের ফ্রি করোনা টিকা নিবন্ধন ক্যাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ১৭, ০৩:২৩ অপরাহ্ন

সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের জনসাধারণের টিকা নিবন্ধনকে সহজ করার লক্ষে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের ব্যবস্থাপনায় ফ্রি করোনা টিকা নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বাজালিয়া স্টেশনস্থ ন্যাশনাল চৌধুরী টাওয়ারে উদ্বোধন করা হয়। নিবন্ধন করতে এনআইডি নম্বর ও মোবাইল নম্বর লাগবে। চট্টগ্রাম-১৪(চন্দনাইশ-সাতকানিয়া আংশিক)আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ক্যাম্পের উদ্বোধন করেন।

তিনি বলেন, করোনা ক্রান্তিকালের শুরুতে ছাত্রলীগ সারা বাংলাদেশে সাহসের বাতিঘর হয়ে কাজ করেছিল। তারই ধারাবাহিকতায় দেশের অনেক অঞ্চলে কৃষকের ধান কাটা,মাস্ক বিতরণ,বিনামূল্যে অক্সিজেন সরবরাহ,ত্রান বিতরণ,আইসোলেশন সেন্টার সহ নানা ইতিবাচক কার্যক্রম করে যাচ্ছে। আমরা জানি করোনাভাইরাসের মহামারি থেকে মুক্ত হতে হলে আমাদের ৭০ শতাংশ মানুষকে টিকার অন্তর্ভুক্ত করতে হবে। সবাইকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ,বাজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম।

গ্রামের অনেক মানুষ টিকা নিবন্ধন করতে পারেন না পর্যাপ্ত সুবিধার অভাবে। যার কারণে অনেক মানুষ টিকা নিবন্ধনের আওয়াতার বাইরে থাকেন। তাদের কথা চিন্তা করে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সজীবের সার্বিক সহযোগিতায়, বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ ফ্রি টিকা নিবন্ধন ক্যাম্পটি চালু করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিন,জাহাঙ্গীর আলম,শাহরিয়ার হোসেন সাকিব,আবু সুফিয়ান চৌধুরী,সাজিদ ইলিয়াছ পাভেল,তৌহিদুল ইসলাম,ফাহিম আহমেদ,নুরুল ইশতিহাক অপি,মোঃ মিজানুর রহমান,ইমরান বিন আওয়াল,এস.এন. সাকিব,মোঃ রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework