বাংলাদেশ জামায়াতে ইসলামী পুকুরিয়া ইউনিয়ন যুব সম্মেলন অনুষ্ঠিত

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০৮, ১২:৪০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলন ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পুকুরিয়া চাঁদপুর বাজার কাদেরিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম।

পুকুরিয়া ইউনিয়ন যুব শাখার নবগঠিত কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খোরশেদ আলী চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন, সেক্রেটারি জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের কমিটি ঘোষণা করা হয়। পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি জাহেদুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ সেশনের জন্য পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনকে সভাপতি এবং আব্দুর রহিম সিফাতকে সেক্রেটারি করে অনুমোদন দেওয়া হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework