বাঁশখালীতে স্মরণীয় রাত্রিকালীন ফুটবল ফাইনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ০৯:৪৮ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী স্মরণে চট্টগ্রামের বাঁশখালী গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩-২ গোলে জয়লাভ করেছে মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম গুনাগরী লাবুর দোকান সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। খেলায় উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আজিম চৌধুরী, দেলোয়ার আজিম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন মঈনুল হক চৌধুরী পলাশ, এড. আজিজুল হক, গিয়াস কামাল চৌধুরী, তমিজ উদ্দীন, আব্দুল আলীম, ইসলামুল হক মাসুদ, মাস্টার লোকমান হাকিম, তানভীর খলিল রকি, জিয়াউল হাসান হোসাইনী, এম. এস. পারভেজ, মো. নূরুল্লাহ, হামিদুর রহমান, এড. মিজানুর রহমান, মো. আদনান, আতিকুর রহমান সুমন, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ প্রমুখ।

ফাইনাল খেলায় দুই শক্তিশালী দল আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশ বনাম পশ্চিম গুনাগরী ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের মধ্যে দুই দল পরস্পরের বিরুদ্ধে কোনো গোল করতে না পারায় রেফারি বাঁশির মাধ্যমে নির্ধারিত সময় শেষ করেন। পরে ট্রাইব্রেকারে পশ্চিম গুনাগরী ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে জয়লাভ করে মাহমুদুল ইসলাম চৌধুরী পরিষদ ফুটবল একাদশ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework